আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকা সহায়তার ঘোষণা জামায়াতের


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:২৪ পিএম, ২২শে জুলাই ২০২৫


আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকা সহায়তার ঘোষণা জামায়াতের
ফাইল ছবি।

রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


মঙ্গলবার (২২ জুলাই) দলটির আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, “উত্তরা মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ।”


তিনি দেশের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আহতদের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “আল্লাহ তায়ালা আমাদের মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।”


দুর্ঘটনার বিবরণ: গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান FT-7 BGI রাজধানীর দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিধ্বস্ত হয়। তখন মাঠে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রম চলছিল বলে জানা গেছে।


এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন এবং ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। এখনও সব মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই মর্মান্তিক ঘটনার পর পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্ধার ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।