জয়পুরহাটে ঝড়ে গাছ উপরে পড়ে নিহত ১
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:০৭ পিএম, ২৪শে জুলাই ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঝড়ে গাছ উপড়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার আটাপুর গ্রামের সজল হোসেন (২৭) উচাই বাজার এলাকায় ঝড়ের সময় গাছের নিচে চাপা পড়ে নিহত হন। তিনি আটাপুর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সজল সকালে প্রতিদিনের মতো কাজে বের হয়ে উচাই বাজারে একটি ভ্যানে বসে ছিলেন। হঠাৎ শুরু হওয়া ঝড়ে একটি আমগাছ উপড়ে গিয়ে তার ওপর আছড়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেন বলেন, আজ সকালে ঝড়ে গাছ পড়ে সজল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাটি নিশ্চিত হয়েছি।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেন জানান,আজ সকালে ঝরে আমগাছ পড়ে সজল নামে এক ব্যক্তির হয়, মৃত্যুর নিশ্চিত করেন।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
