আগে ১ লাখ টাকা ঘুষ নিলে এখন নিচ্ছে ৫ লাখ: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৩ পিএম, ২৬শে জুলাই ২০২৫

বাংলাদেশে বর্তমানে সুশাসন ও প্রশাসনিক নিয়ন্ত্রণের অভাব চরমে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "আগে যে ব্যবসায়ীকে এক লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন তাকে পাঁচ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে। পুলিশেও কোনো পরিবর্তন হয়নি।"
শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ এর প্রকাশনা উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বইটির লেখক ড. হোসেন জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মির্জা ফখরুল বলেন, “সুশাসনের অনুপস্থিতি আজ দেশের প্রতিটি স্তরে স্পষ্ট। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। দুর্নীতি বেড়েছে, এবং সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “রাতারাতি কোনো সংস্কার সম্ভব নয়, তবে এজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকাও চলবে না। আমাদের দ্রুত একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার দিকে যেতে হবে। চাপিয়ে দেওয়া কোনো সমাধান টেকসই হয় না। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে প্রতিনিধিত্বশীল সরকার গঠন করতে হবে।”
বিশ্ব রাজনীতির প্রসঙ্গে এসে তিনি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি (ট্যারিফ) নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “ট্রাম্পের নীতির কারণে বৈশ্বিক অর্থনীতি বড় বিপদের সম্মুখীন হতে পারে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নে গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার বিকল্প নেই। রাজনৈতিক দলগুলোকে জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের

প্রাথমিকে সঙ্গীতের ওপর গুরুত্ব আরোপ জাতির ভবিষ্যতের জন্য হুমকি
