‘নৈতিকতা বেছে নিচ্ছি’এনসিপি থেকে হঠাৎ নীলা ইস্রাফিলের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১০ পিএম, ২৮শে জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল দল থেকে পদত্যাগ করেছেন।
সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
নিজের অবস্থান স্পষ্ট করে তিনি লেখেন, ‘আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়।’
তিনি আরও লিখেছেন, এনসিপি (ঘঈচ) একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয়, সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।
নীলা লিখেছেন, একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা যে ব্যক্তিটি করেছে, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, বরং সে দলীয় ছত্রচ্ছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করে না।
পদত্যাগের ঘোষণা দিয়ে নীলা লিখেছেন,‘আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির (ঘঈচ) সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি পরিত্যাগ করলাম।’
সবশেষে তিনি লিখেছেন, আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।
নীতির প্রশ্নে এমন পদক্ষেপ গ্রহণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নীলার প্রশংসা করেছেন, কেউ কেউ আবার এনসিপির নীরব অবস্থানের সমালোচনাও করেছেন।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের

প্রাথমিকে সঙ্গীতের ওপর গুরুত্ব আরোপ জাতির ভবিষ্যতের জন্য হুমকি
