জামায়াতের ‘শৃঙ্খলা-সততা’ সব দলের জন্য ‘অনুসরণীয়’: প্রেস সচিব
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৩:১৮ পিএম, ৩রা আগস্ট ২০২৫

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে দলটি ‘অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার’ যে সুনাম বজায় রেখেছে, তা সব রাজনৈতিক দলের জন্য ‘অনুসরণীয়’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২ আগস্ট) রাতে শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারির পর এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব লেখেন, ‘শফিকুর রহমান ভাইয়ের হার্টের অপারেশনের পর আমি তার কথা ভাবছি এবং তাকে আমার দোয়ায় রাখছি। গভীর অনিশ্চয়তার এই সময়ে তার ধৈর্যশীল নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলক অংশগ্রহণের সদিচ্ছা সত্যিই প্রশংসনীয়।’
শনিবার ঢাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতালে শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।
চিকিৎসক জাহাঙ্গীর কবির জানান, আগামী সাত দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
শফিকুল আলম বলেন, ‘আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি (জামায়াত আমির) যেন দৃঢ়তা ও প্রশান্তি লাভ করেন এবং দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।’
গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান শফিকুর রহমান। পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলেন।
কিছু সময় পর তিনি উঠে দাঁড়িয়ে আবারও বক্তব্য শুরু করেন। তবে আবারও পড়ে যান। এরপর তিনি মঞ্চেই বসে বক্তব্য দেন। এ সময় তার পাশে কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় তেমন কিছু ধরা না পড়ায় সেদিনই তিনি বাসায় ফিরে যান।
পরবর্তীতে গত বুধবার আমিরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের

প্রাথমিকে সঙ্গীতের ওপর গুরুত্ব আরোপ জাতির ভবিষ্যতের জন্য হুমকি
