জামায়াত আমিরের শারীরিক অবস্থার আরও উন্নতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১০ পিএম, ৫ই আগস্ট ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে আজই তাকে সিআইসিইউ (কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, জামায়াত আমিরের সার্বিক অবস্থা উন্নতির দিকে। আজ সব কিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ তাকে সিআইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে।”
তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে তাকে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। তাই কেবিনেও কোনো সাক্ষাৎ বা সাক্ষাৎকার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে ডা. খালিদুজ্জামান বলেন, “সবার প্রতি অনুরোধ, হাসপাতালে না এসে যার যার জায়গা থেকে দোয়া করুন। আমরা দুয়ারে দুয়ারে দোয়ার দরখাস্ত করছি।”
এর আগে গত ৩ আগস্ট সকালে আমিরের শারীরিক অবস্থার উন্নতি হলে তার ভেন্টিলেটর খুলে দেওয়া হয়। একই দিন দুপুরে তিনি নিজেই খাবার গ্রহণ করেন।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার সব ক্লিনিকাল প্যারামিটার এখন স্বাভাবিক রয়েছে।
দলের শীর্ষ নেতার এই সুস্থতার অগ্রগতিতে জামায়াতসহ নানা মহলে স্বস্তি ফিরে এসেছে। নেতাকর্মীরা দেশবাসীর কাছে তার দ্রুত সম্পূর্ণ আরোগ্য কামনায় দোয়ার আহ্বান জানিয়েছেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের

প্রাথমিকে সঙ্গীতের ওপর গুরুত্ব আরোপ জাতির ভবিষ্যতের জন্য হুমকি
