পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর গুজব: তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৭ পিএম, ৫ই আগস্ট ২০২৫

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের খবর ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ডা. তাসনিম জারা বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতারা পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন এমন কোনো ঘটনাই ঘটেনি। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যেসব খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ গুজব।
এ দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তিনি ব্যক্তিগত ভ্রমণে রয়েছেন কক্সবাজারে। পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টিকে গুজব। এ বিষয়ে কিছুই জানেন না তিনি।
এর আগে ফেসবুকে ছড়িয়ে পড়ে এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ’র কক্সবাজার ভ্রমণে গিয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন।
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে তারা কেন কক্সবাজারে গেলেন- তা নিয়ে ফেসবুকে নানা প্রশ্ন করছেন নেটিজেনরা।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের

প্রাথমিকে সঙ্গীতের ওপর গুরুত্ব আরোপ জাতির ভবিষ্যতের জন্য হুমকি
