জুলাই সনদ অনুযায়ী নির্বাচন চায় জামায়াত
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০২:০৭ পিএম, ৬ই আগস্ট ২০২৫

ছবি সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচন ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে হতে হবে বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে দলটি।
বুধবার (৬ আগস্ট) মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের।
জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলটির পক্ষ থেকে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়।
তাহের বলেন, ‘জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে অন্তর্ভুক্ত করে আইনি ভিত্তি দিতে হবে। বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই এই ঘোষণা দেওয়া হয়েছে। আলোচনা হলে আরও ভালো হতো।’
তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা ইতিবাচক। জামায়াতের আমির আগেই বলেছেন, নির্বাচন রমজানের আগেই হওয়া উচিত। প্রধান উপদেষ্টা সেই পথেই অগ্রসর হয়েছেন, এটা তার একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।’
সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে তাহের বলেন, ‘আমরা মনে করি, পিআর পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি মাইলফলক হতে পারে। ৫৪ বছরের পুরনো ট্র্যাডিশনাল পদ্ধতি এখন আর দেশের জন্য উপযোগী নয়। রাতে ভোটকেন্দ্র দখলের মতো অনিয়ম এই ব্যবস্থার ‘ঐতিহ্য’ হয়ে দাঁড়িয়েছে।’
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের

প্রাথমিকে সঙ্গীতের ওপর গুরুত্ব আরোপ জাতির ভবিষ্যতের জন্য হুমকি
