টঙ্গীতে ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪২ পিএম, ৮ই আগস্ট ২০২৫


টঙ্গীতে ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার
ছবি প্রতিনিধি

রবিউল আলম, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত এক পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করে টঙ্গী পূর্ব থানার পুলিশ।


শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্টেশন রোড এলাকায় সড়কের পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮ আগস্ট) সকালে পথচারীরা একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়ালে তারা পুলিশে খবর দেয়। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এক পুরুষের মাথা, দুই হাত, পিঠ, নাড়িভুঁড়ি, বাম পা ও ঊরুর কয়েকটি অংশ উদ্ধার করে। মরদেহের খণ্ডিত অংশগুলো ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাব্বির হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে মরদেহ খণ্ডিত করে এখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।