শ্রীনগরে কার্টুন বাক্স থেকে নবজাতকের লাশ উদ্ধার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৫ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫

মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়কের পাশে ফেলে রাখা একটি কার্টুন বাক্স থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কবুতরখোলা গ্রামের বড় মসজিদ-সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিগন্যালে দুর্ঘটনা, ফেনীতে নিহত ২
পুলিশ জানায়, নবজাতকটির বয়স আনুমানিক ৮ থেকে ১০ দিন। লাশটির পরনে ডায়াপার ছিল এবং মুখে চা-পাতার গুঁড়া গোঁজানো অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রাস্তার পাশে পড়ে থাকা বাক্সটি দেখে কৌতূহল তৈরি হয়। পরে সেটি খোলার পর নবজাতকের লাশ দেখতে পান তারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানায় জানানো হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: শরীয়তপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতককে মৃত অবস্থায় ফেলে গেছে কেউ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
আরএক্স/