ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিগন্যালে দুর্ঘটনা, ফেনীতে নিহত ২


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪৪ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিগন্যালে দুর্ঘটনা, ফেনীতে নিহত ২
ছবি: সংগৃহীত

ফেনীতে পুলিশের সিগন্যাল দেওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় তিন গাড়ির সংঘর্ষে শ্যামলী পরিবহণের এক সুপারভাইজার ও এক হেলপার নিহত হয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন— পাবনার সাতিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬) এবং যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে হেলপার মো. রফিক (৬০)। গুরুতর আহত অবস্থায় বাসচালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


পুলিশ জানায়, ঢাকামুখী লেনে একটি ট্রাককে থামানোর নির্দেশ দিলে পেছনে থাকা শ্যামলী পরিবহণের বাস ট্রাকটিকে ধাক্কা মারে। পরে আরেকটি ট্রাক এসে বাসে ধাক্কা দিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এতে বাসের অন্তত ১০-১৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম ও রফিককে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।


আরও পড়ুন: প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই


মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ জানান, দুর্ঘটনায় দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


এর আগে শনিবার রাতে একই মহাসড়কের ফেনী সদর উপজেলার কাজী দীঘি এলাকায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে চালক আবদুল কাইয়ুম নিহত হন। নিহত কাইয়ুম রাঙামাটি জেলার মোহাম্মদ জয়নাল আবদিনের ছেলে।


হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় কাভার্ডভ্যান দুমড়ে-মুচড়ে গেলে চালক ও লাইনম্যান গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চালক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।


এসএ/