শরীয়তপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৭ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫


শরীয়তপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
ছবি: প্রতিনিধি

শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের কুরাশী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পালং মডেল থানা পুলিশ।


আরও পড়ুন: প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই


পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহাদাৎ হোসেন লিটনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি এবং চাঁদাবাজির অভিযোগে আরও একটি মামলা চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ, তবে সফলতা মিলছিল না। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ২নং ওয়ার্ডের কুরাশী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।


গ্রেপ্তোরের পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে থানায় নিয়ে আসে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


এসএ/