জনগণের অর্থ নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন শেখ হাসিনা: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৯ পিএম, ২১শে আগস্ট ২০২৫

জনগণের অর্থ নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন শেখ হাসিনা -এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রামাণ্যচিত্র ‘৩৬-জুলাই’ এর প্রিমিয়ার প্রদর্শনীতে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক
রিজভী বলেন, জুলাই আন্দোলন সব ধরনের দ্রোহের সম্মিলিত বহিঃপ্রকাশ। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ ব্যক্তিগত স্বার্থে খরচ করেছেন, যার ফলে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লব একটি মহাকাব্যিক ঘটনা, যেখানে নিহত, আহত ও অংশগ্রহণকারীরা সবাই ইতিহাসের অংশ হয়ে আছেন।
আরও পড়ুন: আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে সতর্ক বিএনপি
বিএনপির এই নেতা অভিযোগ করেন, একটি দলের প্রতিষ্ঠাতার বই লেখার পুরস্কার হিসেবে সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার পদ দেওয়া হয়েছিল। একইভাবে শিল্প-সংস্কৃতি জগতের তারকাদেরও রানওয়ের পাশে ফ্ল্যাট দিয়ে পুরস্কৃত করা হয়।
রিজভীর দাবি, কিছু কবি, সাহিত্যিক ও অভিনয়শিল্পী বস্তুগত প্রাপ্তির লোভে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের শোক প্রকাশও তিনি ‘অনুভূতিহীনতা’র বহিঃপ্রকাশ হিসেবে আখ্যা দেন।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের জন্য মৌসুমি ফল পাঠালো ভুটান

বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন লড়েছেন বদরুদ্দীন উমর: নাহিদ ইসলাম

গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর
