আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে সতর্ক বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪০ পিএম, ২০শে আগস্ট ২০২৫

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর প্রস্তাব নিয়ে সতর্ক অবস্থান ব্যক্ত করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই পদ্ধতি প্রয়োগের আগে জনগণের মতামত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। জনগণের সম্মতি ছাড়া কোনো ধারণার ভিত্তিতেই নির্বাচন হতে পারে না বলেও জানান তিনি।
বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
আরও পড়ুন: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
তিনি জানান, পিআর পদ্ধতি ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না। জনগণের কাছে জিজ্ঞেস না করেই তাদের ওপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সব দল পিআর পদ্ধতি মেনে নিলেও সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত এই পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। সংবিধান সংশোধন ছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় এবং একটি নির্বাচিত সংসদই কেবল এই ধরনের পরিবর্তন আনতে পারে। এখনকার সংসদ জনগণের নির্বাচিত নয়, তাই তাদের পক্ষে সংবিধান সংশোধন করে এই পদ্ধতি বাস্তবায়ন করা অযৌক্তিক।
নজরুল ইসলাম খান আরও অভিযোগ করেন, ইভিএম ব্যবহার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও নতুন করে পিআর পদ্ধতির মাধ্যমে পুরো নির্বাচনী কাঠামো পরিবর্তনের চেষ্টা চলছে। তিনি এই নতুন পদ্ধতিকে জনগণের ওপর অযৌক্তিকভাবে চাপিয়ে দেওয়ার প্রবল প্রচেষ্টা বলে উল্লেখ করেন।
এমএল/