সোনারগাঁয়ে জামদানী পল্লী পরির্দশনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৫ পিএম, ২৩শে আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জ সোনারগাঁ ও রুপগঞ্জে জামদানী পল্লী পরির্দশন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে সোনারগাঁ উপজেলার ভারগাঁও কাজিপাড়া, গঙ্গাপুর এবং পরবর্তীতে রূপগঞ্জের তারাব এলাকায় জামদানি পল্লী পরিদর্শন করেন তিনি।
আরও পড়ুন: সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে ভোট হবে না: সিইসি
এসময় ফরিদা আখতারকে স্থানীয় জামদানী সমিতির নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে জামদানি পল্লীর বিভিন্ন কারখানা ঘুরে দেখেন এই উপদেষ্টা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খান প্রমুখ।
এমএল/