‘রুমিন ফারহানাসহ যেকোনও নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৮ পিএম, ২৫শে আগস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তিনি শ্রেণি ঘৃণার শিকার হলেও যেকোনও নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট।
সোমবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক মন্তব্যে তিনি লেখেন, নারীর রাজনৈতিক অবস্থান বিএনপি, এনসিপি, বামপন্থি, ডানপন্থি কিংবা দলবিহীন হোক না কেন— তার শরীর, সম্পর্ক, পোশাক বা ব্যক্তিগত জীবন টেনে এনে স্লাটশেমিং করার অধিকার কারও নেই।
আরও পড়ুন: ফজলুর রহমানের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন : সাইফুল হক
তিনি বলেন, “এটা রাজনীতি নয়, এটা পুরুষতান্ত্রিক ঘৃণার সবচেয়ে নোংরা প্রকাশ। ভয়ঙ্কর বিষয় হলো— এই ঘৃণার চর্চা অনেক সময় আসে প্রগতিশীলতার মুখোশ পরা লোকদের কাছ থেকেই। যারা একদিকে নারীর অধিকারের কথা বলে, আবার অন্যদিকে কোনও নারী তাদের রাজনৈতিক মতের বাইরে গেলেই তার চরিত্রে আঘাত হানে।”
উদাহরণ টেনে হাসনাত আরও বলেন, রুমিন ফারহানা, তাসনিম জারা, সামান্থা, উমামা, তাজনুভা কিংবা মানসুরা— কেউই এই ঘৃণ্য প্রথার বাইরে নন।
তিনি অভিযোগ করেন, কোনও দল বা মতের পক্ষে থাকলে স্লাটশেমিংকে হালকা করে দেখা এবং বিপক্ষে থাকলে উৎসাহ দেওয়া— এই দ্বিচারিতা শুধু রাজনীতিকে কুরুচিপূর্ণ করছে না, বরং নারীবিদ্বেষকেও স্বাভাবিক করে তুলছে।
আরও পড়ুন: ফজলুর রহমানের বক্তব্যে ফ্যাসিস্ট হাসিনার প্রতিচ্ছবি স্পষ্ট: শিবির
এনসিপির এই নেতা আরও লেখেন, “এই ঘৃণার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনও ‘নরমালাইজড রেসপন্স’ নয়। এটা জরুরি রাজনৈতিক লড়াই। দল-মত ও পরিচয় যাই থাকুক না কেন, এই লড়াই অব্যাহত রাখতে হবে।”
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের জন্য মৌসুমি ফল পাঠালো ভুটান

বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন লড়েছেন বদরুদ্দীন উমর: নাহিদ ইসলাম

গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর
