চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি: কাদের সিদ্দিকী
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৫২ পিএম, ২৮শে আগস্ট ২০২৫

আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই- চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তাদের সমথর্ন করি আমি। কিন্তু বর্তমানে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে। কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এইটা আমরা আশা করি নাই। আর যদি বলা যায় আওয়ামী দোসর থেকে বর্তমান সরকারের দোসররাতো বড় স্বৈরাচার।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহরের নিজ বাসা সোনার বাংলায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: নরসিংদীর মনোহরদীতে যুবলীগ নেতা গ্রেফতার
কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু যেমন না হলে দেশ স্বাধীন হতো না, তেমনিভাবে লতিফ সিদ্দিকীর জন্ম নাহলে টাঙ্গাইল হতো না। আমরা রাজনীতি করতে পারতাম না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি করা দরকার। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার।
লতিফ সিদ্দিকীর ইস্যুতে তিনি বলেন, সকালে ৭১ মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসাবে যাওয়া হলে মব সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। আমরা চাই সসম্মানে তাকে ছেড়ে দেওয়া হোক। যদি তার নামে কোনো মামলা থাকে, তাহলে আমরা আইনিভাবে লড়বো।
এমএল/