দেশজুড়ে আন্দোলনের ঢেউ: কেমন চলছে জনজীবন?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০১ পিএম, ২৯শে আগস্ট ২০২৫

সোনিয়া আক্তার: বর্তমানে দেশে বিভিন্ন আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাব জনজীবনের ওপর পড়ছে এবং মানুষ প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। জীবন যেন পুরোপুরি আন্দোলনময় হয়ে উঠেছে।
রাজধানী থেকে জেলা-উপজেলা পর্যন্ত শহর-গ্রামের রাস্তাঘাটে আন্দোলনের ছাপ স্পষ্ট। রাস্তায় বের হলেই দেখা যায় আন্দোলন; এমনকি আন্দোলন নেই এমন দিন খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তবুও সাধারণ মানুষ নানা কৌশলে দৈনন্দিন জীবন চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: রাস্তার পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার
শহরের বাজারগুলোতে দোকানপাট খোলা থাকলেও ভিড় কম। শিক্ষার্থী ও চাকরিজীবীরা নিরাপত্তার দিকে খেয়াল রেখে নির্দিষ্ট সময়ে যাতায়াত করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে মানুষ একে অপরকে সচেতন করছেন এবং নিজেদের নিরাপত্তার বিষয়ে তথ্য শেয়ার করছেন।
তবে যানজট এখন আরও বাড়ছে। আন্দোলনের কারণে মানুষ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকছেন। এর প্রভাব পড়ছে স্বাস্থ্যের ওপর, শিক্ষার্থীরা সময় মতো স্কুলে পৌঁছাতে পারছেন না, চাকরিজীবীরা কর্মক্ষেত্রে দেরিতে যাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে বেতন কেটে দেওয়া হচ্ছে। গাড়ির কালো ধোয়ায় বায়ু দূষণও বৃদ্ধি পাচ্ছে।
আন্দোলনরত তরুণেরা সচেতনভাবে দাবিগুলো তুলে ধরছেন এবং চেষ্টা করছেন অচেনা মানুষদের সমস্যা না বাড়াতে। এর মধ্যেও ঘরোয়া জীবন, ক্রয়-বিক্রয় ও কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য সবাইকে মানসিকভাবে প্রস্তুত হতে হচ্ছে। সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে জীবনযাপন করাই এখন নতুন রুটিন।
এসএ/