রাস্তার পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৯ এএম, ২৯শে আগস্ট ২০২৫

ঝিনাইদহের মহেশপুরে রাস্তার পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার জলিলপুর ফায়ার সার্ভিসের পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবজাতকের মরদেহটি পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা প্রথমে চমকে ওঠেন। পরে তারা মহেশপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নবজাতকের কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মের পরপরই শিশুটিকে ফেলে রাখা হয়েছে। মরাদেহটি থানার প্রক্রিয়া শেষে স্থানীয় কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন চায় তালা সদর বিএনপি

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট ও জরাজীর্ণ ভবনে ভোগান্তিতে রোগীরা

অভয়নগরে বিএনপির ৪৭ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা

অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, অতপর..
