নুরের সর্বশেষ অবস্থা জানালো ঢাকা মেডিকেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৭ পিএম, ৩০শে আগস্ট ২০২৫

রাজধানীর সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার জন্য ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে বোর্ডের সদস্য ও ঢামেক নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান জানান, নুরের মাথায় জোরে আঘাত লেগেছে, তাই এখনও তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তার শরীরে সোডিয়ামের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকায় ঝুঁকি বাড়তে পারে।
আরও পড়ুন: নুরের ওপর হামলার ঘটনার তদন্ত দাবি তারেক রহমানের
জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, পরীক্ষায় মাথার হাড়, নাকের হাড় ও ডান চোয়ালের হাড় ভাঙার বিষয়টি ধরা পড়েছে। মাথায় সামান্য রক্তক্ষরণ রয়েছে। চোখ, মুখ ফোলা এবং চোখে রক্ত জমে আছে। তবে অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে বোর্ড মনে করছে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, নুরের ব্রেনে রক্তক্ষরণ হয়েছে এবং ডান চোখে তিনি দেখতে পারছেন না। দ্রুত সুস্থতার কামনা জানিয়ে তিনি হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন।
আরও পড়ুন: নুরের খোঁজ নিতে ঢামেকের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ চলাকালে পুলিশি লাঠিচার্জে গুরুতর আহত হন নুর। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের জন্য মৌসুমি ফল পাঠালো ভুটান

বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন লড়েছেন বদরুদ্দীন উমর: নাহিদ ইসলাম

গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর
