Logo

নুরের ওপর হামলার ঘটনার তদন্ত দাবি তারেক রহমানের

profile picture
জনবাণী ডেস্ক
৩০ আগস্ট, ২০২৫, ২৩:৩০
44Shares
নুরের ওপর হামলার ঘটনার তদন্ত দাবি তারেক রহমানের
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংসতার নিন্দা জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংসতার নিন্দা জানিয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, গণতন্ত্রপন্থী সব অংশীদারদের, যার মধ্যে বিএনপি ও এর মিত্ররাও অন্তর্ভুক্ত, সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জোর দিয়ে বলেন, গত বছরের গণঅভ্যুত্থানের চেতনা অবশ্যই বিজয়ী হতে হবে এবং দেশকে অস্থিরতার শৃঙ্খল থেকে বেরিয়ে এসে জনতার শাসনের পথে এগোতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক পথেই জনগণকে ক্ষমতায়িত করা সম্ভব, যা দেশের জন্য ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করবে। শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা যাবে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নুরের দ্রুত সুস্থতা কামনা করে তারেক রহমান বলেন, এই ঘটনার আইনানুগ তদন্ত নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

তারেক রহমানের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD