Logo

এনসিপির প্রথম দফার তালিকায় কোন আসনে কে লড়ছেন?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৫
19Shares
এনসিপির প্রথম দফার তালিকায় কোন আসনে কে লড়ছেন?
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দফায় ১২৫টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সকালে বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন সদস্য সচিব আখতার হোসেন।

বিজ্ঞাপন

তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে। পর্যায়ক্রমে আরও দুটি ধাপে বাকি আসনের প্রার্থী ঘোষণা করা হবে।

এদিন দেশের বিভিন্ন অঞ্চলের মোট ১২৫টি সংসদীয় আসনে যাদের নাম ঘোষণা করেছে এনসিপি—

ঢাকা বিভাগ

বিজ্ঞাপন

ঢাকা-১: মো. রাসেল আহমেদ, ঢাকা-৪: ডা. জাহিদুল ইসলাম, ঢাকা-৫: এস এম শাহরিয়ার, ঢাকা-৭: তারেক আহম্মেদ আদেল, ঢাকা-৯: ডা. তাসনিম জারা, ঢাকা-১১: মো. নাহিদ ইসলাম, ঢাকা-১২: নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৩: আকরাম হুসাইন, ঢাকা-১৫: মেজর(অব) মুহাম্মদ আলমগীর ফেরদৌস, ঢাকা-১৬: আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৭: ডা. তাজনূভা জাবীন, ঢাকা-১৮: নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৯: ফয়সাল মাহমুদ শান্ত, ঢাকা-২০: ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, গাজীপুর-৬: ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, নরসিংদী-১: ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, নরসিংদী-২: সারোয়ার তুষার, নরসিংদী-৪: ডা. মো. মামুনুর রহমান জাহাঙ্গীর, নরসিংদী-৫: মো. নাজমুল হক সিকদার, নারায়ণগঞ্জ-৪: এডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৫: আহমেদুর রহমান তনু, রাজবাড়ী-২: সাইয়েদ জামিল (জামিল হিজাযী), ফরিদপুর-৩: সৈয়দা নীলিমা দোলা, গোপালগঞ্জ-১: প্রলয় কুমার পাল, গোপালগঞ্জ-৩: মো. আরিফুল দাড়িয়া, টাঙ্গাইল-১: সাইদুল ইসলাম, টাঙ্গাইল-৩: সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল-৫: মাসুদুর রহমান রাসেল, টাঙ্গাইল-৭: খন্দকার মাসুদ পারভেজ, মুন্সিগঞ্জ-১: আলী নেওয়াজ এবং মুন্সিগঞ্জ-২: মাজেদুল ইসলাম।

চট্টগ্রাম বিভাগ

বিজ্ঞাপন

চট্টগ্রাম-৬: মহিউদ্দিন জিলানী, চট্টগ্রাম-৮: মো. জোবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম-৯: মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু, চট্টগ্রাম-১০: সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম-১১: মোহাম্মদ আজাদ দোভাষ, চট্টগ্রাম-১৩: জুবাইরুল আলম মানিক, চট্টগ্রাম-১৪: মুহাম্মদ হাসান আলী, চট্টগ্রাম-১৫: আবদুল মাবুদ সৈয়দ, চট্টগ্রাম-১৬: মীর আরশাদুল হক, কক্সবাজার-১: মোঃ মাইমুল আহসাম খান, কক্সবাজার-২: আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, কক্সবাজার-৪: মুহাম্মদ হোসাইন, রাঙ্গামাটি: প্রিয় চাকমা, খাগড়াছড়ি: এডভোকেট মনজিলা সুলতানা, বান্দারবান: মংসা প্রু চৌধুরী, কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৬: নাভিদ নওরোজ শাহ, চাঁদপুর-১: আরিফুল ইসলাম, চাঁদপুর-২: ইসরাত জাহান বিন্দু, চাঁদপুর-৫: মো মাহাবুব আলম, ফেনী-৩: মোহাম্মাদ আবুল কাশেম, নোয়াখালী-১: ব্যারিস্টার মো. ওমর ফারুক, নোয়াখালী-৫: এডভোকেট হুমায়রা নূর, নোয়াখালী-৬: আব্দুল হান্নান মাসউদ, ব্রাক্ষণবাড়িয়া-২: মাওলানা আশরাফ উদ্দিন মাহদি এবং ব্রাক্ষণবাড়িয়া-৩: মো: আতাউল্লাহ।

রাজশাহী বিভাগ

পাবনা-৪: অধ্যক্ষ ড. মো. আব্দুল মজিদ, সিরাজগঞ্জ-৩: দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪: দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫: মনজুর কাদের, সিরাজগঞ্জ-৬: এস এম সাইফ মোস্তাফিজ, নওগাঁ-১: কৈলাশ চন্দ্র রবিদাম, নওগাঁ-২: মো. মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩: পরিমল চন্দ্র (উরাও), নওগাঁ-৪: মো. আবদুল হামিদ, নওগাঁ-৫: মনিরা শারমিন, নাটোর-২: আব্দুল মান্নাফ, নাটোর-৩: অধ্যাপক এস এম জার্জিস কাদির, জয়পুরহাট-১: গোলাম কিবরিয়া, জয়পুরহাট-২: আবদুল ওয়াহাব দেওয়ান কাজল, বগুড়া-৬: আব্দুল্লাহ-আল-ওয়াকি এবং চাঁপাইনবাবগঞ্জ-২: মু. নাজমুল হুদা খান (রুবেল খান)।

বিজ্ঞাপন

খুলনা বিভাগ

খুলনা-১: মো: ওয়াহিদ উজ জামান, খুলনা-২: ফরিদুল হক, যশোর-৪: মোঃ শাহজাহান কবীর, মাগুরা-২: মোহাম্মাদ তরিকুল ইসলাম, বাগেরহাট-২: মোল্যা রহমাতুল্লাহ, চুয়াডাঙ্গা-১: মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, ঝিনাইদহ-১: এডভোকেট লাবাবুল বাসার (দয়াল বাসার), মেহেরপুর-১: মো. সোহেল রানা এবং মেহেরপুর-২: অ্যাডভোকেট সাকিল আহমাদ।

বিজ্ঞাপন

বরিশাল বিভাগ

বরিশাল-৪: আবু সাঈদ মুসা, বরিশাল-৫: মো. নুরুল হুদা চৌধুরী, পটুয়াখালী-১: এডভোকেট জহিরুল ইসলাম মুসা, পটুয়াখালী-২: মুজাহিদুল ইসলাম শাহিন, ভোলা-১: এডভোকেট মো. জিয়াউর রহমান, ঝালকাঠি-১: ডা. মাহমুদা আলম মিতু এবং পিরোজপুর-৩: ড. মো. শামীম হামিদী।

সিলেট বিভাগ

বিজ্ঞাপন

সিলেট-১: এহতেশাম হক, সিলেট-৩: ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট-৪: মো. রাশেল উল আলম, মৌলভীবাজার-৪: প্রীতম দাশ এবং হবিগঞ্জ-৪: নাহিদ উদ্দিন তারেক।

রংপুর বিভাগ

পঞ্চগড়-১: মোঃ সারজিস আলম, ঠাকুরগাঁও-২: মোঃ রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩: মোহাম্মদ গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩: শামসুল মুক্তাদির, দিনাজপুর-৫: ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, নীলফামারী-২: ডা. মো. কামরুল ইসলাম, নীলফামারী-৩: মো. আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২: রাসেল আহমেদ, লালমনিরহাট-৩: মোহাম্মদ রকিবুল হাসান, রংপুর-১: মো. আল মামুন, রংপুর-৪: আখতার হোসেন, কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম-২: আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩: ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাঈদ জনি, গাইবান্ধা-৩: মোহাম্মদ নাজমুল হাসান সোহাগ এবং গাইবান্ধা-৫: ডা. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

এনসিপির নেতারা জানিয়েছেন, ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজন হলে বাতিল করা হবে। এছাড়া পরবর্তী ধাপে আরও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD