ঢাকার যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাহিদ-নাসীরুদ্দীন-তাসনিম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন সদস্য সচিব আখতার হোসেন।
বিজ্ঞাপন
ঘোষিত তালিকায় জানা যায়, ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডা. তাসনিম জারা, ঢাকা-১১ আসনে মো. নাহিদ ইসলাম এবং ঢাকা-১৮ আসনে শাপলা কলি প্রতীকে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হওয়ার পর যাচাই-বাছাইয়ের ভিত্তিতে প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে। আজ যে প্রার্থীদের নাম ঘোষণা করা হলো, তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায় তা তদন্ত করে প্রয়োজন হলে প্রার্থিতা বাতিল করা হবে।
বিজ্ঞাপন
দলটির যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, এবারের মনোনয়ন তালিকায় এনসিপি ভিন্নধর্মী ও ব্যতিক্রমধর্মী সিদ্ধান্ত নিয়েছে। আমাদের তালিকায় অনেক ব্যতিক্রম থাকবে। নতুন নেতৃত্বকে জায়গা দেওয়ার চেষ্টা করেছি।
এ সময় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সবাইকে কাজ করতে হবে। আমাদের দল দুর্নীতিগ্রস্ত, চাঁদাবাজ কিংবা আওয়ামী লীগ–জাতীয় পার্টির প্রভাবশালী ব্যক্তিদের রাজনীতি থেকে দূরে রাখতে চায়। এমন কারও নাম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে প্রার্থিতা বাতিল করা হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রথম ধাপের এই তালিকার পর আরও দুটি তালিকা প্রকাশ করা হবে। ১২৫ জনের প্রথম তালিকা ঘোষণা হয়েছে। আমাদের সামনে আরও দুই ধাপে মনোনয়ন চূড়ান্ত করা হবে।
এনসিপির ঘোষণা অনুযায়ী, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।








