Logo

এনসিপির ১ম ধাপের প্রার্থী তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৫, ১৪:৩৮
7Shares
এনসিপির ১ম ধাপের প্রার্থী তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে সম্প্রতি আলোচিত রিকশাচালক সুজনের নাম এ তালিকায় স্থান পায়নি।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এই তালিকা ঘোষণা করেন।

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের প্রতি স্যালুট দিয়ে ব্যাপক সমর্থন ও মনোযোগ কেড়েছিলেন সুজন। এরপর ঢাকা-৮ আসনের জন্য গত ২০ নভেম্বর এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে আখতার হোসেন জানান, মনোনয়নপত্র বিতরণের কাজ শেষ হয়েছে এবং আজকের তালিকা আমাদের প্রাথমিক মনোনীত প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করছে। যেসব প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা তদন্তের পর প্রার্থিতা বাতিল করা হবে।

তিনি আরও বলেন, এই প্রাথমিক তালিকা চূড়ান্ত প্রার্থী ঘোষণার পূর্বসুরী হিসেবে কাজ করবে। নির্বাচনে দলের সাফল্য নির্ভর করবে সময়ের ওপর।

বিজ্ঞাপন

এনসিপি জানিয়েছে, প্রার্থী নির্বাচন প্রক্রিয়া চলমান থাকবে এবং অভিযোগ বা অনুরোধের ভিত্তিতে প্রার্থিতার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD