Logo

জ্ঞান ফিরেছে নুরের

profile picture
জনবাণী ডেস্ক
৩০ আগস্ট, ২০২৫, ২০:৪৭
66Shares
জ্ঞান ফিরেছে নুরের
ছবি: সংগৃহীত

হাসপাতালে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন, ৪৮ ঘণ্টার আগে আশঙ্কামুক্ত বলা যাবে না

বিজ্ঞাপন

রাজধানীর রমনার বিজয়নগরে সংঘর্ষে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জ্ঞান ফিরে পেয়েছেন। তার সিটি স্ক্যান করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকালে তিনি চোখ মেলে তাকান। এরপরই চিকিৎসকরা তার সিটি স্ক্যান করান।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শুক্রবার রাত ১১টার দিকে নুরুল হক নুরকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের ওয়ান-স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাত ১২টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

চিকিৎসকদের বরাতে তিনি আরও জানান, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে আইসিইউর ৯ নম্বর বেডে ভর্তি করা হয়। সকালে জ্ঞান ফেরার পর সিটি স্ক্যান করা হয় এবং পরে আবারও তাকে আইসিইউতে পাঠানো হয়।

এদিকে তার চিকিৎসার জন্য উচ্চ পর্যায়ের ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে এবং নাকের হাড় ভেঙে গেছে। এ কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। ইতোমধ্যেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও তিনি জ্ঞান ফিরে পেয়েছেন। তবে ৪৮ ঘণ্টার আগে তাকে সম্পূর্ণ আশঙ্কামুক্ত বলা সম্ভব নয়।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD