নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২২ পিএম, ৩১শে আগস্ট ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার (৩০ আগস্ট) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, হামলায় আহত নুরের সার্বিক শারীরিক অবস্থা জানার জন্য খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় সব পরীক্ষা স্থগিত
শায়রুল বলেন, নুরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া। তিনি এ ঘটনাকে মর্মান্তিক ও নিন্দনীয় উল্লেখ করে নুরের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এ সময় বিএনপি চেয়ারপারসন নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করে তার জন্য দোয়া করেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের জন্য মৌসুমি ফল পাঠালো ভুটান

বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন লড়েছেন বদরুদ্দীন উমর: নাহিদ ইসলাম

গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর
