জাতীয় পার্টি হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৬ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় পার্টি (জাপা) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা ও টিকিয়ে রাখতে প্রত্যক্ষ সহযোগিতা করেছে।
তার মতে, যারা এ ধরনের কর্মকাণ্ডে সহায়তা করেছে, তাদের আইনের আওতায় আনা উচিত।
আরও পড়ুন: খালের কুমির ১৭ বছর যন্ত্রণা দিয়ে এখন দিল্লিতে পালিয়েছে: গয়েশ্বর
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, "যারা ফ্যাসিবাদের অনুসারী, তাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপি নেবে না। গণতান্ত্রিক সমাজে সমালোচনা ও মতপ্রকাশের অধিকার সবার রয়েছে। কিন্তু ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ছিল অত্যন্ত ন্যাক্কারজনক।"
আরও পড়ুন: বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ডিএমপি
তিনি আরও অভিযোগ করেন, তারেক রহমানকে কারাগারে পাঠানোর পেছনে উদ্দেশ্য ছিল গোটা জাতিকে দুর্বল করে দেওয়া।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের জন্য মৌসুমি ফল পাঠালো ভুটান

বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন লড়েছেন বদরুদ্দীন উমর: নাহিদ ইসলাম

গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর
