যে রাতের আকাশে দেখা যাবে ‘ব্লাড মুন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৯ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

আবারও আকাশে দেখা মিলবে বিরল ‘ব্লাড মুন’-এর। আগামী রবিবার (৭ সেপ্টেম্বর) রাতের আকাশে পূর্ণ চন্দ্রগ্রহণে চাঁদ লালচে আভায় রূপ নেবে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এ গ্রহণ চলবে প্রায় ৮২ মিনিট, যা সাম্প্রতিক সময়ের দীর্ঘতম পূর্ণ চন্দ্রগ্রহণগুলোর একটি।
আরও পড়ুন: কিশোর-কিশোরীদের জন্য এআই চ্যাটবট নীতিতে বড় পরিবর্তন আনলো মেটা
আন্তর্জাতিক মহাকাশবিষয়ক ওয়েবসাইট স্পেস ডটকম জানিয়েছে, এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার বেশিরভাগ দেশ থেকে গ্রহণটি দেখা যাবে। বিশ্বের প্রায় ৮৫ শতাংশ মানুষ মহাজাগতিক এই দৃশ্য উপভোগ করতে পারবেন। বাংলাদেশ থেকেও খালি চোখে এই বিরল চাঁদ প্রত্যক্ষ করা সম্ভব হবে।
বাংলাদেশ সময় অনুযায়ী, গ্রহণ শুরু হবে রাত ৯টা ২৮ মিনিটে। রাত ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৫২ মিনিট পর্যন্ত চাঁদ রক্তিম রূপ ধারণ করবে। পুরো গ্রহণ শেষ হবে রাত ২টা ৫৫ মিনিটে। বিশেষজ্ঞদের মতে, চন্দ্রগ্রহণ দেখতে আলাদা কোনো সুরক্ষার প্রয়োজন নেই; খালি চোখেই নিরাপদে দেখা যায়।
আরও পড়ুন: ব্যবহারকারীর তথ্য ফাঁস, ক্ষতিপূরণ দিতে হবে গুগলকে
পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সরাসরি সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে এবং চাঁদ পৃথিবীর গভীর ছায়া ‘আমব্রা’-য় প্রবেশ করে। পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ছড়িয়ে দেয়- এ সময় নীল ও বেগুনি আলো শোষিত হয়, আর লাল-কমলা রঙ তুলনামূলকভাবে বেশি প্রতিফলিত হয়ে চাঁদের গায়ে পড়ে। তাই চাঁদ রক্তিম আভা ধারণ করে, যাকে বলা হয় ‘ব্লাড মুন’।
নাসার ব্যাখ্যা অনুযায়ী, পৃথিবীর বায়ুমণ্ডলে ধূলিকণা, মেঘ কিংবা আগ্নেয়গিরির ছাই বেশি থাকলে চাঁদের লাল আভা আরও গাঢ় হয়ে ওঠে। এজন্য চাঁদ কখনো তামাটে রঙেও দেখা যায়।
আরও পড়ুন: বিশ্বব্যাপী হঠাৎ অচল চ্যাটজিপিটি সেবা
আসন্ন এই চন্দ্রগ্রহণ তাই শুধু জ্যোতির্বিজ্ঞানপ্রেমী নয়, সাধারণ মানুষের কাছেও হয়ে উঠবে এক বিশেষ ও স্মরণীয় অভিজ্ঞতা।
সূত্র : গার্ডিয়ান
এএস