ইলন মাস্ককে নজিরবিহীন বেতন প্যাকেজ প্রস্তাব করেছে টেসলা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০২:২৮ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


ইলন মাস্ককে নজিরবিহীন বেতন প্যাকেজ প্রস্তাব করেছে টেসলা
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা সিইও ইলন মাস্কের জন্য এক নজিরবিহীন বেতন প্যাকেজ প্রস্তাব করেছে।


শর্ত অনুযায়ী, আগামী ১০ বছরে টেসলার বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৮.৫ ট্রিলিয়ন ডলারে তুলতে পারলে মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার।


আরও পড়ুন: গুগলকে ৩.৫ বিলিয়ন ডলার জরিমানা করেছে ইইউ


টেসলার সর্বশেষ শেয়ারবাজার আপডেটে প্রকাশিত এই প্রণোদনা পরিকল্পনাকে বলা হচ্ছে কর্পোরেট ইতিহাসে অন্যতম বিরল পদক্ষেপ। যদি মাস্ক এই লক্ষ্য পূরণ করতে পারেন, তবে তার শেয়ারহোল্ডিং প্রায় ১৬ শতাংশ থেকে বেড়ে ২৫ শতাংশ ছাড়িয়ে যাবে এবং তার ব্যক্তিগত সম্পদ ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।


ফোর্বসের সর্বশেষ তালিকা অনুযায়ী, মাস্কের বর্তমান সম্পদ আনুমানিক ৪৩০.৯ বিলিয়ন ডলার। এতে তিনি বিশ্বের ধনীতম ব্যক্তি, যেখানে দ্বিতীয় স্থানে আছেন ল্যারি এলিসন ২৭২.৩ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে।


আরও পড়ুন: যে রাতের আকাশে দেখা যাবে ‘ব্লাড মুন’


এই পরিকল্পনা প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (SEC) নথিতে। ২০১৮ সালে ঘোষিত আগের এক বিশাল বেতন প্যাকেজ আইনি জটিলতায় আটকে যাওয়ার পর এবার নতুন এই প্রস্তাব আনা হয়েছে। তবে শর্ত কঠিন- টেসলার লাভ ২৮ গুণ বাড়াতে হবে, ১০ লাখ রোবোট্যাক্সি চালু করতে হবে এবং ১০ লাখ এআই হিউম্যানয়েড রোবট সরবরাহ করতে হবে। লক্ষ্য পূরণ না হলে মাস্ক কোনো বেতনই পাবেন না।


তবে সমালোচকেরা বলছেন, এই প্যাকেজ অতিরিক্ত এবং কর্পোরেট গভর্ন্যান্সের দুর্বলতার পরিচায়ক।


আরও পড়ুন: কিশোর-কিশোরীদের জন্য এআই চ্যাটবট নীতিতে বড় পরিবর্তন আনলো মেটা


লন্ডনভিত্তিক বিনিয়োগ বিশ্লেষক ড্যান কোউটসওর্থ মন্তব্য করেন, “একজন মানুষ কি সত্যিই এতটা মূল্যবান হতে পারেন - এটি প্রশ্নবিদ্ধ।”


অন্যদিকে টেসলার বোর্ড মাস্ককে “ভিশনারি লিডার” হিসেবে অভিহিত করে জানিয়েছে, তার নেতৃত্ব ছাড়া কোম্পানিকে ইতিহাসের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠানে রূপ দেওয়া সম্ভব নয়। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য নেবেন টেসলার শেয়ারহোল্ডাররা।


সূত্র : গার্ডিয়ান


এএস