গুগলকে ৩.৫ বিলিয়ন ডলার জরিমানা করেছে ইইউ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০২:১৫ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


গুগলকে ৩.৫ বিলিয়ন ডলার জরিমানা করেছে ইইউ
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা কমিশন বিজ্ঞাপন প্রযুক্তি খাতে আধিপত্যের অপব্যবহারের অভিযোগে গুগলকে প্রায় ২.৯৫ বিলিয়ন ইউরো (৩.৫ বিলিয়ন ডলার) জরিমানা করেছে।


শুক্রবার দেওয়া এই রায়ে বলা হয়, গুগল নিজস্ব বিজ্ঞাপন সেবা অগ্রাধিকার দিয়ে প্রতিযোগিতা নষ্ট করেছে। এটি গুগলের বিরুদ্ধে ইইউ’র চতুর্থ অ্যান্টিট্রাস্ট জরিমানা।


আরও পড়ুন: যে রাতের আকাশে দেখা যাবে ‘ব্লাড মুন’


ইইউ কমিশন জানায়, প্রতিষ্ঠানটি বিজ্ঞাপন প্রযুক্তি সরবরাহ চেইনে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ তৈরি করেছে এবং প্রতিযোগিতার নিয়ম ভেঙে ‘সেলফ-প্রেফারেন্সিং’ চর্চা চালিয়েছে। তবে এবার গুগলের ব্যবসার অংশ বিক্রি করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি, যা আগে কমিশনের বিবেচনায় ছিল।


গুগল অবশ্য এই সিদ্ধান্তের বিরোধিতা করে জানিয়েছে, এটি ভুল রায় এবং কোম্পানি আপিল করবে।


আরও পড়ুন: কিশোর-কিশোরীদের জন্য এআই চ্যাটবট নীতিতে বড় পরিবর্তন আনলো মেটা


গুগলের গ্লোবাল রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান লি-অ্যান মুলহল্যান্ড বলেন, “এই জরিমানা অন্যায্য। এতে ইউরোপের হাজারো ব্যবসার ক্ষতি হবে, কারণ তাদের আয়ের পথ কঠিন হয়ে যাবে।”


২০২১ সালে কমিশন আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে দেখে যে, গুগল অনলাইন ডিসপ্লে বিজ্ঞাপন খাতে নিজের সেবাকে বাড়তি সুবিধা দিয়ে প্রতিদ্বন্দ্বীদের ক্ষতিগ্রস্ত করছে। এই বিজ্ঞাপনগুলো সাধারণত ওয়েবসাইটে ব্যানার বা লেখা আকারে প্রদর্শিত হয় এবং ব্যবহারকারীর ব্রাউজিং ইতিহাসের ওপর ভিত্তি করে সাজানো হয়।


আরও পড়ুন: ব্যবহারকারীর তথ্য ফাঁস, ক্ষতিপূরণ দিতে হবে গুগলকে


এর আগে ইউরোপীয় কমিশনের শীর্ষ কর্মকর্তারা বলেছিলেন, শুধু জরিমানা দিয়ে গুগলের প্রতিযোগিতা-বিরোধী কার্যকলাপ থামানো সম্ভব হয়নি। তাই ব্যবসার কিছু অংশ বিক্রি করে দেওয়া ছাড়া বিকল্প নেই। কিন্তু সর্বশেষ সিদ্ধান্তে সেই অবস্থান থেকে সরে এসে কেবল জরিমানা ও নীতি পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।


এই রায় ইইউ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তি নিয়ন্ত্রণ নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করল।


সূত্র : গার্ডিয়ান


এএস