জেলে ভয়ংকর অভিজ্ঞতার গল্প শোনালেন সঞ্জয় দত্ত


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:২৯ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫


জেলে ভয়ংকর অভিজ্ঞতার গল্প শোনালেন সঞ্জয় দত্ত
ছবি: সংগৃহীত

১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় বেআইনি অস্ত্র রাখার অভিযোগে দীর্ঘ সময় কারাগারে ছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে জেল জীবনের এক ভয়ংকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি।


সঞ্জয় দত্ত জানান, কারাগারে খুনের আসামিদের সঙ্গেই থাকতে হয়েছিল তাকে। একদিন দাড়ি-গোঁফ কামাতে আসেন এক কয়েদি। আলাপচারিতায় সঞ্জয় জানতে পারেন, ওই কয়েদি দুটো খুনের মামলায় দণ্ডপ্রাপ্ত এবং ১৫ বছর ধরে জেলে বন্দি।


আরও পড়ুন: আবারও দেবের মুখে শুভশ্রীর নাম! কী এমন বললেন


অভিনেতা বলেন, “দাড়ি কাটার সময় খুরটা যখন আমার গলার কাছে, তখনই সে জানাল, সে দুটো খুন করেছে। সঙ্গে সঙ্গে আমি ওর হাতটা চেপে ধরেছিলাম। ভাবা যায়, দুটো খুনের আসামি খুর হাতে আমার দাড়ি কাটছে! এটাই হলো জেলের বাস্তবতা।”


সঞ্জয়ের মতে, এই ধরনের অভিজ্ঞতাই তাকে জেল জীবনের কঠিন বাস্তবতা ও ভয়ংকর পরিবেশের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।


আরও পড়ুন: কঠিন লড়াইয়ের গল্প শোনালেন মিমি চক্রবর্তী


উল্লেখ্য, সম্প্রতি টাইগার শ্রফ, হারনাজ সন্ধু ও সোনম বাজওয়া অভিনীত ‘বাগি ফোর’ ছবিতে দেখা গেছে সঞ্জয় দত্তকে।


আরএক্স/