Logo

আবারও দেবের মুখে শুভশ্রীর নাম! কী এমন বললেন

profile picture
জনবাণী ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০
92Shares
আবারও দেবের মুখে শুভশ্রীর নাম! কী এমন বললেন
ছবি: সংগৃহীত

এ নিয়ে সর্বত্র বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে

বিজ্ঞাপন

টালিউডে গত ১৪ আগস্ট রঙ্গিন পর্দায় মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’ সিনেমা। এই চলচ্চিত্রের হাত ধরেই প্রায় ১০ বছর পর দেব-শুভশ্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখেছিলেন দর্শকরা। কিন্তু ‘ধূমকেতু’ যদি ২০২৫ সালে তৈরি হত, তাহলে কি শুভশ্রীকে সিনেমায় নায়িকা হিসেবে বেছে নিতেন প্রযোজক দেব?

এক সাক্ষাৎকারে এমনই প্রশ্নে অভিনেতা জানিয়েছিলেন, শুভশ্রীর মুখের সারল্য হারিয়ে গিয়েছে। ‘রূপা’ মুখের সারল্য তার মুখে খুঁজে পাওয়া যেত না বলেই তিনি হয়তো নায়িকাকে কোনও পার্শ্ব চরিত্রের জন্যই বেছে নিতেন।

বিজ্ঞাপন

দেবের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। তার মাঝেই দেবের এই কথার জবাবও দিয়েছিলেন রাজপত্নী শুভশ্রী। তারপর দেবও পাল্টা জবাব দেন। এ নিয়ে সর্বত্র বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর মাঝেই পুরানো বিভিন্ন সাক্ষাৎকার উঠে আসছে। সেই আবহেই দেবের একটি ফ্যান পেজ থেকে দেবের একটি পুরানো সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এসেছে।

সেই সাক্ষাৎকারে দেবকে বলতে শোনা গিয়েছিল, ‘যখন ধূমকেতু নিয়ে ওর কাছে গিয়েছিলাম, তখন ২ বছর ধরে ওর কিছু কাজ আটকে ছিল। আমি ওকে বলেছিলাম যদি তোমার মনে হয় তুমি এই ছবিটা করো।’

বিজ্ঞাপন

দেবের কথায়, ‘আশা করি তোমার ভালো লাগবে। ও যেদিন ধূমকেতুর জন্য স্বাক্ষর করল তারপর তিন দিনের মধ্যে ওর কাছে তিনটে ছবির অফার আসে। সেখানেও রাজনীতি। আমি বুঝতে পারলাম। তারপর ও আমাকে বলল ডেট বদলাতে।’

বিজ্ঞাপন

‘আমি বললাম, আবার তুমি একই ভুল করছো। আমি তো তোমার কাছে প্রথম এসেছিলাম এই ছবিটা নিয়ে। ও তখন বলে না ওরা বড় বড় হাউজ, বড় বড় ছবি। দেখো আমি তোমার ভালো চাই, তুমি ওটা করে নাও। আবার যখন আমার ছবি হবে তখন তোমার সঙ্গে যোগাযোগ করে নেব।’

বিজ্ঞাপন

দেবের ভাষ্যে, ‘আমার মনে হয়েছিল আমি এই ছবিটার জন্য অপেক্ষা করতে পারব না। ধূমকেতু আমার নিজের খুব কাছের একটা ছবি। আমার সব ডেট নেওয়া ছিল, তারমধ্যেই ছাড়তে হবে। কৌশিকদাও ব্যস্ত মানুষ। আমারও অনেকগুলো কমিটমেন্ট রয়েছে। তারপর ও ফেরে, ও ওই ছবিটা ছেড়ে দেয়। তবে আমার ভালো লাগছে যে একটা মেয়ে এখনও নিজের জায়গা ধরে রাখছে, লড়াই চালাচ্ছে।’

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD