বিজয়ের সঙ্গেই কি বাগদান সারলেন রাশমিকা?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:১৭ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে ফের উঠেছে নতুন গুঞ্জন। সম্প্রতি রাশমিকার একটি ছবিতে অনামিকায় হিরের আংটি নজরে আসতেই অনুরাগীদের কৌতূহল চরমে পৌঁছেছে।
ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে, চুপিসারে নাকি বাগদান সেরেছেন এই তারকাজুটি। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি কেউই।
আরও পড়ুন: সোলজারে তিশা-শাকিবের সঙ্গে থাকছেন আরও এক নায়িকা
রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে জল্পনা দীর্ঘদিনের। একসঙ্গে ছুটি কাটালেও প্রকাশ্যে ধরা দেননি তারা। তবে একাধিকবার একই স্থান থেকে ছবি ভাগ করেছেন দুজনেই। নেটিজেনদের দাবি, রাশমিকার সাম্প্রতিক ছবির পটভূমিও বিজয়ের বাড়ির অন্দরমহল।
চলতি বছরের জুনেও রাশমিকার হলুদ-গোলাপি শাড়ির ছবি ঘিরে বিয়ের জল্পনা ছড়িয়েছিল। অন্যদিকে বিজয় নিজেই জানিয়েছেন, তিনি সম্পর্কে আছেন; যদিও নাম প্রকাশ করেননি।
আরও পড়ুন: সালমান শাহর মৃত্যু ২৯ বছরে, রহস্যের জট এখনো অমীমাংসিত
সব মিলিয়ে প্রশ্ন একটাই—তাহলে কি এবার সত্যিই বাগদানের পর বিয়ের পথে হাঁটতে চলেছেন দক্ষিণী এই জনপ্রিয় তারকাজুটি?
আরএক্স/