নেপালে সংঘর্ষে নিহত ৬, সেনা মোতায়েন


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:৫২ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫


নেপালে সংঘর্ষে নিহত ৬, সেনা মোতায়েন
ছবি: সংগৃহীত

নেপালের রাজধানী কাঠমান্ডুতে সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ ও সেনা বিক্ষোভ দমন করতে চেষ্টা করছে। সংঘর্ষে ইতোমধ্যে ৬ জন নিহত হয়েছেন।


আরও পড়ুন: তাজমহলের দেয়াল ছুঁলো যমুনার পানি


স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম সরকারের আদেশে বন্ধ হওয়ার পর বিক্ষোভ শুরু হয়। সোমবার সকালে বাণেশ্বর এলাকায় বিক্ষোভের সূত্রপাত ঘটে এবং দ্রুত পুরো রাজধানীতে ছড়িয়ে পড়ে।


বিক্ষোভে শিক্ষার্থী ও তরুণরা নেতৃত্ব দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী জলকামান, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করছে। বিক্ষোভকারীরা লাঠি, গাছের ডাল ও পানির বোতল নিয়ে প্রতিরোধ করছেন। কয়েকজন বিক্ষোভকারী জাতীয় পার্লামেন্ট ভবনেও ঢুকে পড়েছেন।


আরও পড়ুন: চন্দ্রগ্রহণের লাল চাঁদের দিকে খালি চোখে তাকালে ক্ষতি হবে কি?


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় সময় বেলা ১২:৩০ থেকে রাত ১০টা পর্যন্ত কার্যকর এই কারফিউ অমান্য করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে।


আরএক্স/