নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত বেড়ে ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:৫৯ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নিয়েছে। সোমবার সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৪ জন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।
আরও পড়ুন: তাজমহলের দেয়াল ছুঁলো যমুনার পানি
সম্প্রতি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেতৃত্বাধীন সরকার ফেসবুক, ইউটিউব ও এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে। এর প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া আন্দোলন দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ দমনে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। এতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। আন্দোলনে অংশ নেওয়া এক তরুণ বিক্ষোভকারী বলেন, “ভেতর থেকে কিছু গোষ্ঠী উসকানি দিলেও জনগণ ইতোমধ্যেই জয়ী হয়েছে।”
আরও পড়ুন: চন্দ্রগ্রহণের লাল চাঁদের দিকে খালি চোখে তাকালে ক্ষতি হবে কি?
ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দুর্নীতি দমনের দাবিতে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় আইনশৃঙ্খলাবাহিনী, যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটে।
আরএক্স/