জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার বিচার ত্বরান্বিত করতে কমিটি গঠন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৪৭ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫


জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার বিচার ত্বরান্বিত করতে কমিটি গঠন
ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাসহ অন্যান্য অপরাধের মামলাগুলোর বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও গতিশীল করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো এ কার্যক্রমের বাইরে থাকবে।


সোমবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে সরকারের বিশেষ নির্দেশনা


বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব। সদস্য হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি পর্যায়ের কর্মকর্তা, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মনোনীত শহীদ পরিবারের প্রতিনিধি, একই ফাউন্ডেশনের মনোনীত একজন আইনজীবী এবং মন্ত্রণালয়ের মনোনীত একজন মানবাধিকার কর্মী। এছাড়া সদস্য-সচিব থাকবেন আইন ও বিচার বিভাগের জিপি-পিপি অধিশাখার উপ-সলিসিটর।


কমিটি সংশ্লিষ্ট মামলাগুলোর পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে এবং যেসব মামলায় চার্জশিট দাখিল হয়েছে, সেসব মামলার প্রসিকিউশন কার্যক্রমে কোনো সমস্যা থাকলে তা চিহ্নিত করে সমাধানের সুপারিশ দেবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে নিয়মিত অবহিত করা এবং সাক্ষী ও ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।


আরও পড়ুন: ডাকসু নির্বাচনে সম্পৃক্ততার গুজব প্রত্যাখ্যান করল সেনাবাহিনী


আইন মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলাগুলোর বিচার ইতোমধ্যেই সুষ্ঠুভাবে চলছে। নবগঠিত এই কমিটির কার্যকর পদক্ষেপের মাধ্যমে প্রচলিত আদালতেও জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাসহ গুরুতর অপরাধের বিচার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছে সরকার।


এএস