ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৭ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫

আসন্ন দুর্গাপূজা সামনে রেখে এ বছর বাংলাদেশ থেকে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়।
প্রতিবছর দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের ব্যাপক চাহিদা থাকে। সেই চাহিদা পূরণে প্রতিবছরই সীমিত পরিমাণ ইলিশ রপ্তানি করে বাংলাদেশ।
আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার বিচার ত্বরান্বিত করতে কমিটি গঠন
আদেশে বলা হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর অফিস চলাকালে আগ্রহী রপ্তানিকারকরা হার্ড কপিতে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার। ইতিমধ্যে যারা আহ্বান ছাড়াই আবেদন করেছেন, তাদেরকেও নতুনভাবে আবেদন করতে হবে।
আরও পড়ুন: দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে সরকারের বিশেষ নির্দেশনা
উল্লেখ্য, গত বছর প্রথমে ৩ হাজার টন রপ্তানির সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত ২ হাজার ৪২০ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছিল। সেক্ষেত্রে ৪৯টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছিল। এবার আগের তুলনায় অর্ধেক পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো।
শর্ত অনুযায়ী, অনুমোদিত পরিমাণের বেশি ইলিশ রপ্তানি করা যাবে না, অনুমতি হস্তান্তর করা যাবে না এবং অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনোভাবে রপ্তানি করা যাবে না। এছাড়া প্রয়োজনে সরকার যেকোনো সময় রপ্তানি কার্যক্রম বন্ধ করার ক্ষমতা রাখে।
এএস