ডাকসু নির্বাচন

আবেগঘন ফেসবুক পোস্ট করলেন টিএসসি কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৬ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫


আবেগঘন ফেসবুক পোস্ট করলেন টিএসসি কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতার কথা ফেসবুকে তুলে ধরেছেন সহকারী প্রক্টর ও শিক্ষক শেহরীন আমিন মোনামি।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেওয়া দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি বাংলা ও ইংরেজি মিশিয়ে নিজের অভিজ্ঞতা, অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন।


আরও পড়ুন: কখন ঘোষণা করা হবে ডাকসুর ফলাফল, জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা


পোস্টে মোনামি লিখেছেন, গত আগস্টে তিনি সহকারী প্রক্টর হিসেবে যোগ দেন মূলত বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়িত্ববোধ থেকে। কোনো প্রশাসনিক কিংবা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, বরং কেবল শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের ইচ্ছাই ছিল প্রধান। কিন্তু নির্বাচনের দিন তাকে বিভিন্ন অভিযোগের মুখোমুখি হতে হয়েছে, যা তাকে কষ্ট দিয়েছে।


তিনি প্রশ্ন রেখে বলেন, “আমি কি কখনো শিক্ষার্থীদের সঙ্গে পক্ষপাতিত্ব করেছি? রাজনৈতিক পরিচয় জানতে চেয়েছি? নাকি সবসময়ই সর্বোচ্চ চেষ্টা করেছি সাহায্য করতে?” তার দাবি, দায়িত্ব পালনের সময় তিনি সম্পূর্ণ নিরপেক্ষ ছিলেন।


আরও পড়ুন: আগামীকাল বন্ধ থাকবে ঢাবির সকল ক্লাস-পরীক্ষা


স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, ২১ ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, ১৪ জুলাইয়ের কনসার্ট ও ৫ আগস্টের অনুষ্ঠান সব দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছেন। কিন্তু ডাকসু নির্বাচনের দিন তাকে প্রত্যাহার করা হয়। এমনকি তার সহকর্মীকেও অপমানের মুখে পড়তে হয় শুধুমাত্র তার পাশে দাঁড়ানোর কারণে।


মোনামি লিখেছেন, “আমি ছাত্রলীগকে ভয় করিনি, কাউকেই ভয় করি না। সত্য আমার পক্ষে। কিন্তু আমার কারণে যাতে নির্বাচন ব্যাহত না হয়, সে জন্যই আমি নীরবে সরে এসেছি।”


আরও পড়ুন: ডাকসু নির্বাচনের ফল ঘিরে উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী


তার পোস্টে উঠে এসেছে ব্যক্তিগত আক্ষেপ, দুঃখ ও দায়িত্ব পালনকালীন চাপের বাস্তব চিত্র।


এএস