ডাকসু নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব, ফেসবুকে গুজবের ঝড়


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২২ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫


ডাকসু নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব, ফেসবুকে গুজবের ঝড়
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে মঙ্গলবার বিকেল ৪টায়। তবে ভোট শেষ হওয়ার সাত ঘণ্টা পার হলেও রাত পৌনে ১১টা পর্যন্ত ফলাফল ঘোষণা করা যায়নি। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়ছে।


সামাজিক মাধ্যমে মনগড়া ফল প্রকাশ করছে বিভিন্ন মহল। এমনকি রিটার্নিং অফিসের প্যাড নকল করে ভুয়া ফলাফল ছড়িয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ আবার বিভিন্ন কেন্দ্রের ভোটসংখ্যা নিজের মতো করে প্রচার করছেন।


আরও পড়ুন: আবেগঘন ফেসবুক পোস্ট করলেন টিএসসি কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ


এ বিষয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ হল সংসদের ভোট গণনা শেষ হলেও কেন্দ্রীয় সংসদের ভোট গণনা এখনো চলছে।


এক রিটার্নিং কর্মকর্তা জানান, ব্যালট বাক্স খোলার পর অতিরিক্ত খালি ব্যালট সিলগালা করা, ভোট সাজানো এবং স্বল্পসংখ্যক কর্মকর্তাদের ম্যানুয়াল কাজের কারণে দেরি হয়েছে। রাত ৮টার দিকে ওএমআর মেশিনে স্ক্যানিং শুরু হয়, এরপর মেশিনে গণনার পাশাপাশি তালিকা প্রস্তুতের কাজ চলছে।


আরও পড়ুন: কখন ঘোষণা করা হবে ডাকসুর ফলাফল, জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা


সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলে। এরপর আনুষ্ঠানিকতা শেষে গণনা শুরু হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে সিনেট ভবন থেকে।


এদিকে ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীদের ভিড় এখনো কেন্দ্রে লক্ষ্য করা যাচ্ছে। রাত হলেও তারা কেন্দ্র ছাড়েননি। কে জয়ী হবেন তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে জোর জল্পনা চলছে।


আরও পড়ুন: আগামীকাল বন্ধ থাকবে ঢাবির সকল ক্লাস-পরীক্ষা


ডাকসু রিটার্নিং অফিস সূত্র জানায়, এবার গড়ে ৭৮ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে সূর্যসেন হলে ৮৮ শতাংশ ভোটার সেখানে ভোট দিয়েছেন। আরও ১২টি হলে ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন। তবে ছাত্রীদের হলে তুলনামূলকভাবে ভোট পড়ার হার কম।


এএস