ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০১ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম।
বুধবার (১০ সেপ্টেম্বর) সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট।
আরও পড়ুন: ১৮ হলের ফলাফল: এগিয়ে সাদিক-ফরহাদ, আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষা
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। অন্যদিকে, স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ২ হাজার ৩৮৫ ভোট। এছাড়া বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের পেয়েছেন ৬৬৮ ভোট এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন মাত্র ১১ ভোট।
ফলাফল ঘোষণার পর আবিদুল ইসলাম, উমামা ফাতেমা ও আব্দুল কাদের নির্বাচন বাতিলের দাবি জানিয়ে কারচুপির অভিযোগ তুলেছেন।
আরও পড়ুন: ১৬ হলের ফলাফল: সাদিক কায়েমের ১২৬৭৪, আবিদের ৫২২১ ভোট
বিজয়ী সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভোটগ্রহণ চলাকালে তিনি ছাত্রদলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন এবং প্রশাসনকেও পক্ষপাতিত্বের অভিযুক্ত করেন।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ফল ঘোষণা শুরু হয়। সবগুলো হলে সাদিক বড় ব্যবধানে জয়ী হলেও জগন্নাথ হলে মাত্র ১০ ভোট পান তিনি। সেখানে আবিদুল ইসলাম খান পান ১ হাজার ২৭৬ ভোট।
আরও পড়ুন: তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান
এবারের ডাকসু নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৯ হাজার ৮৭৪ জন শিক্ষার্থীর ভোটগ্রহণ হয়। আটটি কেন্দ্রের ৮১০টি বুথে অনুষ্ঠিত এ নির্বাচনে ডাকসুর ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ প্রার্থী। একইসঙ্গে ১৮টি হল সংসদের ২৩৪ পদে প্রার্থী ছিলেন ১ হাজার ৩৫ জন। ফলে একজন ভোটারকে মোট ৪১টি ভোট প্রদান করতে হয়।
এএস