ডাকসু নির্বাচন

১৮ হলের ফলাফল: এগিয়ে সাদিক-ফরহাদ, আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৩৭ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫


১৮ হলের ফলাফল: এগিয়ে সাদিক-ফরহাদ, আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিভিন্ন হলের ফলাফল ঘোষণার পর ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে ফরহাদ বড় ব্যবধানে এগিয়ে আছেন। তবে চূড়ান্ত ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত প্রায় ১টা ৫০ মিনিটে ভোট গণনার ফলাফল প্রকাশ শুরু হয় এবং বুধবার সকাল ৬টার দিকে ফজিলাতুন্নেসা মুজিব হলের ফলাফলের মাধ্যমে শেষ হয় এ প্রক্রিয়া।


আরও পড়ুন: ১৬ হলের ফলাফল: সাদিক কায়েমের ১২৬৭৪, আবিদের ৫২২১ ভোট


ঘোষিত ফলাফলে দেখা গেছে, ১৮টি হলে ভিপি পদে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। অন্যদিকে, জিএস পদে ফরহাদ অধিকাংশ হলে এগিয়ে রয়েছেন।


হলভিত্তিক ফলাফলে দেখা যায়, অমর একুশে, সুফিয়া কামাল, ফজলুল হক, শহিদুল্লাহ, শামসুন নাহার, রোকেয়া, স্যার এফ রহমান, বিজয় একাত্তর, জসিমউদ্দিন, শেখ মুজিব, মাস্টারদা সূর্যসেন ও জিয়া হলে সাদিক কায়েম এগিয়ে আছেন। একইভাবে এসব হলে জিএস পদে ফরহাদ প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেছেন।


আরও পড়ুন: তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান


তবে ব্যতিক্রম দেখা যায় জগন্নাথ হলে, যেখানে ভিপি পদে আবিদ এবং জিএস পদে বাম সমর্থিত মেঘমল্লার বসু এগিয়ে আছেন। এছাড়া কিছু হলে জিএস পদে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।


সবমিলিয়ে ভোটের অনানুষ্ঠানিক ফলাফলে স্পষ্ট হয়েছে, সাদিক কায়েম ভিপি পদে এবং ফরহাদ জিএস পদে এগিয়ে আছেন। এখন সবার অপেক্ষা নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।


এএস