ডাকসু নির্বাচন

১৬ হলের ফলাফল: সাদিক কায়েমের ১২৬৭৪, আবিদের ৫২২১ ভোট


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:১১ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫


১৬ হলের ফলাফল: সাদিক কায়েমের ১২৬৭৪, আবিদের ৫২২১ ভোট
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ফলাফল ঘোষণা শুরু হয়। এখন পর্যন্ত ১৬টি হলের প্রাপ্ত ফলে ভিপি পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম এগিয়ে আছেন।


ঘোষিত ফলাফলে দেখা গেছে, ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১২ হাজার ৬৭৪ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ২২১ ভোট।


আরও পড়ুন: তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান


জিএস পদে শিবির সমর্থিত ফরহাদ ৯ হাজার ৭৪১ ভোট পেয়ে এগিয়ে আছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত হামীম পেয়েছেন ৪ হাজার ৮৭৫ ভোট।


হলভিত্তিক ফলাফলে কিছু বৈচিত্র্য দেখা গেছে। অমর একুশে হলে আবিদ এগিয়ে থাকলেও সুফিয়া কামাল, ফজলুল হক, শহিদুল্লাহ, রোকেয়া, সলিমুল্লাহ মুসলিম, স্যার এফ রহমান, বিজয় একাত্তর, জসিমউদ্দিন, শেখ মুজিব, সূর্যসেন ও জিয়া হলে সাদিক কায়েম এগিয়ে রয়েছেন। অন্যদিকে, জগন্নাথ হলে ভিপি পদে এগিয়ে আছেন আবিদুল ইসলাম এবং জিএস পদে বাম সমর্থিত মেঘমল্লার বসু।


আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি


উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এই ডাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী ভোট প্রদান করেন।


এএস