ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়ী ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৯ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস— তিনটি গুরুত্বপূর্ণ পদেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। সহ-সভাপতি (ভিপি) পদে আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান বিজয়ের পথে রয়েছেন। এখন কেবল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণাই বাকি।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত ১৮টি হলের ফলাফল প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফলে দেখা গেছে, ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৬৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পান ৩ হাজার ৩৮৯ ভোট এবং শামীম হোসেন পান ৩ হাজার ৬৮১ ভোট।
আরও পড়ুন: ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম
জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ সর্বমোট ১০ হাজার ৭৭৪ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। বাম সমর্থিত মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৬৪৫ ভোট।
হলভিত্তিক ফলাফলেও দেখা যায়, জগন্নাথ হল ছাড়া প্রায় সব কেন্দ্রে সাদিক ও ফরহাদ ব্যাপক ব্যবধানে এগিয়ে ছিলেন। যেমন রোকেয়া হলে সাদিক পেয়েছেন ১ হাজার ৪৭২ ভোট এবং ফরহাদ পেয়েছেন ১ হাজার ১২০ ভোট। সুফিয়া কামাল হলে ভিপি পদে সাদিক পেয়েছেন ১ হাজার ২৭০ ভোট এবং জিএস পদে ফরহাদ পেয়েছেন ৯৬৪ ভোট। তবে জগন্নাথ হলে ব্যতিক্রম ঘটে, যেখানে আবিদুল ইসলাম খান এগিয়ে ছিলেন।
আরও পড়ুন: ডাকসুর নতুন জিএস এস এম ফরহাদ
উল্লেখ্য, এবার ডাকসু নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। আর ১৮টি হল সংসদের ২৩৪ পদে লড়েছেন এক হাজার ৩৫ জন। মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন, যার মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন।
নির্বাচনের সব ফলাফল বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটই বিপুল ব্যবধানে জয়লাভ করেছে।
এএস