পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৯ পিএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫

পূবালী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে মতিঝিল শাখার সেনা কল্যাণ ভবনে অবস্থিত লকারটি জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।
আরও পড়ুন: ডাকসুর ২৮ পদে কারা কোনটিতে জয়ী
তিনি জানান, শেখ হাসিনার নামে ব্যাংকের ওই শাখায় একটি লকারের (নং-১২৮) খোঁজ পাওয়া যায়। লকারটির দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম ইতোমধ্যেই লকারটি জব্দ করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, লকারটিতে স্বর্ণালংকারসহ কিছু গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই লকার জব্দ করা হয়েছে। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করে এটি খোলা হবে।
এসএ/