এনবিআরের তদন্তে টিউলিপ সিদ্দিক, কর ফাইল ও ব্যাংক হিসাব মিলল বাংলাদেশে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৪৫ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫


এনবিআরের তদন্তে টিউলিপ সিদ্দিক, কর ফাইল ও ব্যাংক হিসাব মিলল বাংলাদেশে
টিউলিপ সিদ্দিক । ফাইল ছবি

শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সূত্র জানায়, বাংলাদেশে তার কর ফাইল ও ব্যাংক হিসাব শনাক্ত করা হয়েছে।


এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, টিউলিপ নিজেকে বাংলাদেশের অধিবাসী হিসেবে উল্লেখ করে কর ফাইল খুলেছেন এবং আয়কর রিটার্নও জমা দিয়েছেন। তবে এই তথ্য তিনি যুক্তরাজ্যের ট্যাক্স ফাইলে প্রকাশ করেননি। এ কারণে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ উঠেছে। এখন ব্রিটিশ আইন অনুযায়ীও তার বিরুদ্ধে মামলা হতে পারে।


আরও পড়ুন: এনআইডি তথ্য ফাঁস: দুদকের অভিযানে অস্তিত্ব পায়নি দু’টি কোম্পানির


এর আগে, গত ১৩ আগস্ট লন্ডনভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস–কে দেওয়া সাক্ষাৎকারে দুদকের আইনজীবী দাবি করেছিলেন, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিক এবং ভোটার হিসেবে নিবন্ধিত। যদিও তিনি সব সময় এই অভিযোগ অস্বীকার করে আসছেন। টিউলিপের বক্তব্য, তার কখনও বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি ছিল না, এবং ছোটবেলা থেকে তিনি কোনো বাংলাদেশি পাসপোর্ট নেননি।


টিউলিপের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগও রয়েছে।


আরও পড়ুন: নিরপেক্ষতা না নিঃস্বার্থ সুবিধা, বিতর্কে দুদক পরিচালক


দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি সুলতান মাহমুদ জানান, টিউলিপের একাধিক পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় নাম পাওয়া গেছে। সেসব প্রমাণ আদালতে উপস্থাপন করা হবে।




উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অধীন সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন। ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তিনি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ থেকে সুবিধা নিয়েছিলেন। এ খবর প্রকাশের পর রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করতে হয় তাকে।


আরও পড়ুন: স্বেচ্ছাচারিতার মাস্টার মাইন্ড শিকারপুর ইউপি সচিব হানিফ


টিউলিপ অভিযোগগুলো অস্বীকার করে বলেছেন, তার বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি বিরোধীদের দমনের অংশ।


এএস