জুলাই সনদ মাধ্যমেই আগামীর পথরেখা নির্ধারণ হবে: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩২ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই দেশের আগামীর পথরেখা নির্ধারণ হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।
আরও পড়ুন: আলোচিত সেই সাবেক ডিসি সুলতানা পারভীন বরখাস্ত
ড. আলী রীয়াজ বলেন, “দু-একটি বিষয়ে ভিন্নমত থাকলেও ৮৪টি প্রস্তাবের বেশিরভাগ ক্ষেত্রেই দলগুলো একমত হয়েছে। এর মাধ্যমে একটি রাজনৈতিক ঐকমত্য গড়ে উঠেছে।”
তিনি আরও জানান, ৩১ জুলাইয়ের আনুষ্ঠানিক বৈঠকের পরও সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একাধিক অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। বিশেষ করে অঙ্গীকারনামা বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। এতে দুই সাবেক বিচারপতি, তিন আইনজীবী ও দুইজন আইনশিক্ষক অংশ নেন। পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের পরামর্শও নেওয়া হয়েছে।
আরও পড়ুন: দাফনের কাপড়ে মোড়ানো সাংবাদিক শিবলীর স্বপ্ন
আলী রীয়াজ বলেন, কমিশন কাউকে চাপিয়ে কোনো সিদ্ধান্ত দিতে চায় না। অনেকেই মত দিয়েছেন, কিছু প্রস্তাব বর্তমান সরকারও বাস্তবায়ন করতে পারে। আলোচনার ফলাফল দ্রুত সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে।
তিনি প্রতিটি রাজনৈতিক দলের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

প্রবাসীদের জন্য সুখবর দিলেন সিইসি, আসছে ‘পোস্টাল ব্যালট বিডি’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে ড. ইউনূসের চিঠি তুলে দিলেন ধর্ম উপদেষ্টা

জাতীয় নির্বাচন কেমন হতে পারে, তার পরীক্ষা ছিল ডাকসু নির্বাচন: প্রেস সচিব

ডাকসুর মতো সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
