জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১১ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সঙ্গে সমন্বয় করে শিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টায় ভাসানী হলে এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল এই ঘোষণা দেয়।
আরও পড়ুন: এইটা ডাকসু না, হিজাবসু: নীলা ইসরাফিল
এর আগে দুপুরে একই হলে আয়োজিত আরেক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিয়ম ভেঙে জামায়াতে ইসলামীর একটি অখ্যাত কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সংগ্রহ করেছে। তার অভিযোগ, ওই কোম্পানির সরবরাহকৃত ব্যালট দিয়ে ভোটগ্রহণ এবং গণনায় কারচুপি করা হচ্ছে।
তিনি আরও জানান, কারচুপির অভিযোগ প্রকাশ্যে এলে শিক্ষক-শিক্ষার্থীদের চাপের মুখে কমিশন ওএমআর মেশিনে ভোট গণনার পরিবর্তে ম্যানুয়ালি গণনার ঘোষণা দেয়। তবে একই কোম্পানির ব্যালটপেপার ব্যবহার করায় ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
আরও পড়ুন: শিক্ষার্থীরা প্রশ্ন করবে, আমরা কাজে উত্তর দেব: ভিপি সাদিক
ছাত্রদল সমর্থিত প্যানেল এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নির্বাচন কমিশনের ‘পক্ষপাতমূলক ভূমিকা’র নিন্দা জানায়।
প্রসঙ্গত, আজ সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯৭ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে মোট আটটি প্যানেল গঠিত হয়েছে।
এএস