শিক্ষার্থীরা প্রশ্ন করবে, আমরা কাজে উত্তর দেব: ভিপি সাদিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৩ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) বলেছেন, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণই তাদের প্রধান কাজ। তিনি আশ্বাস দেন, শিক্ষার্থীরা যেকোনও সময় প্রশ্ন করতে পারবে এবং সেই প্রশ্নের জবাব আসবে তাদের কাজের মাধ্যমে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর রায়েরবাজারে জুলাই শহীদ ও একাত্তরের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নির্বাচনে জয়ী হওয়ার পর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল এভাবেই তাদের কার্যক্রমের সূচনা করে।
আরও পড়ুন: জাকসুর ২ হলে বন্ধ ভোটগ্রহণ
ভিপি সাদিক কায়েম বলেন, “জুলাই বিপ্লব যেভাবে সফল হয়েছিল, সেই চেতনা নিয়েই আমরা কাজ শুরু করতে চাই। শহীদরা আমাদের প্রেরণা। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তারা রেখে গেছেন, সেই লক্ষ্যেই আমরা এগোব।”
তিনি আরও জানান, নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব নেওয়ার পর মূল কার্যক্রম শুরু হবে। তবে এরই মধ্যে তারা শহীদ পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করছেন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: জাবি শিবির সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলল ছাত্রদল
একই অনুষ্ঠানে জয়ী সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, “এখন আমাদের প্রথম কাজ হচ্ছে শহীদদের স্মরণ করা। দায়িত্ব নেওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করব। শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে একটি বৈষম্যহীন ক্যাম্পাস গড়ে তোলার চেষ্টা থাকবে আমাদের।”
এ সময় সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত মুহিউদ্দিন খানসহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
এএস