জাকসুর ২ হলে বন্ধ ভোটগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৫ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগে শহীদ তাজউদ্দিন আহমদ হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে ভোটগ্রহণ বন্ধ করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ তুলে শিক্ষার্থীরা হলে প্রবেশ করে ভোট কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় প্রোভোস্টদের সঙ্গে শিক্ষার্থীদের তর্ক-বিতর্কও হয়।
আরও পড়ুন: জাবি শিবির সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলল ছাত্রদল
অভিযোগে বলা হয়, ব্যালট পেপারে প্রার্থীর ছবির জায়গায় অন্য প্রার্থীর ছবি বসানো হয়েছে, যা কারচুপির সুযোগ তৈরি করছে। এছাড়া ভোট প্রদানের পর ভোটারদের আঙুলে অমোচনীয় কালি ব্যবহার করা হয়নি। শিক্ষার্থীরা দাবি করেন, এসব অনিয়ম দূর না হলে ভোট গ্রহণ মেনে নেওয়া সম্ভব নয়।
এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে ৬ হাজার ১১৫ জন ছাত্র এবং ৫ হাজার ৭২৮ জন ছাত্রী। ভোটগ্রহণের জন্য ২১টি হলে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: জাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ
ছাত্রদের মধ্যে তাজউদ্দিন আহমদ হলে ৯৪৭ জন ভোটার রয়েছেন। আর ছাত্রীদের মধ্যে ফজিলাতুন্নেছা হলে ভোটার সংখ্যা ৭৯৮ জন। দুটি হলে ভোটগ্রহণ বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।
এএস