Logo

জাবি শিবির সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলল ছাত্রদল

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৪৭
26Shares
জাবি শিবির সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলল ছাত্রদল
ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি মুহিবুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্রদল।

বিজ্ঞাপন

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ ঘিরে দিন শুরুতেই অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি মুহিবুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্রদল।

অভিযোগপত্রে বলা হয়, ভোর ৬টার কিছু পর মুহিবুর রহমান গেস্টরুমে প্রবেশের কথা বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ঢোকেন। সেখানে তিনি একটি কক্ষে প্রায় এক ঘণ্টা অবস্থান করার পর বেরিয়ে যান। বিষয়টি আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছাত্রদলের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে পক্ষপাতিত্ব করছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। তবে অভিযোগ বিষয়ে শিবির কিংবা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এবারের জাকসু নির্বাচনে ১১ হাজার ৭৪৭ জন শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপিত ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। ভোট পরিচালনায় দায়িত্ব পালন করছেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও সমসংখ্যক সহকারী পোলিং কর্মকর্তা।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD